আমার একটি ছোট্ট ওয়ার্ডপ্রেস সাইট আছে। কিন্তু সাইট টিতে যখন এড বসাচ্ছি তখন তা ভিও করছে না। এমনকি নতুন নতুন পোষ্ট করার পর কতজন ভিও করলো তাও ঠিক মতো দেখাচ্ছে না। প্রথমে তো মনে করলাম মজিলার সমস্যা, তার পর ক্রোম দিয়ে চেষ্টার করছি একই অবস্থা। আবার ফোন দিয়ে ব্যবহার করলেও মাঝে মাঝে সমস্যা হচ্ছে। থীম পরিবর্তন করে দেখলাম, না কাজ হয়না। আবার ভিজিটর এর বিষয়ে আসি এই মাত্র দেখাবে ১০০ জন আবার ফোন থেকে দেখলে দেখাবে ৭৫ জন।আবার ক্রোম দিয়ে দেখলে দেখাবে ১১০ জন আসল সমস্যা কোথাই এক্সপার্টদের সাহায্য প্রার্থনা করছি। - সাইটির ঠিকানা- http://www.ultimatebd.net
শেয়ার করুন বন্ধুর সাথে