কিভাবে পোষাক পরিষ্কার করলে কাপড়ের গুণ এবং রং নষ্ট হয়না ?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বেশিরভাগ কাপড়েরই রঙ ধীরে ধীরে মলিন হয়ে যেতে থাকে। বিশেষ করে সুতি কাপড়ের রঙ দ্রুত নষ্ট হয়ে যায়। এমন কিছু কৌশল আছে যেগুলো কাপড় ধোয়ার সময় অনুসরণ করলে আপনার পছন্দের পোশাকটি ধোয়ার পরও একই রকম উজ্জ্বল থাকবে। চলুন তাহলে জেনে নেয়া যাক সেই উপায়গুলো কি কি- ♦ ভিনেগার রঙিন কাপড় ধোয়ার সময় ডিটারজেন্টের সঙ্গে এক কাপ ভিনেগার মিশিয়ে দিন। ভিনেগার কাপড়ের রঙ স্থায়ী হতে সাহায্য করে এবং ডিটারজেন্টের ক্ষতিকর প্রভাব থেকে কাপড়কে রক্ষা করে। ভিনেগার থেকে উটকো একটা গন্ধ আসলেও ধোয়ার পর আর সেটি থাকবে না। ♦ লবণ নতুন সুতি কাপড় প্রথমবার ধোয়ার আগে এক বালতি পানিতে আধা কাপ লবণ মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন, তারপর ডিটারজেন্ট বা সাবান দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন কাপড়ের রঙ নষ্ট হয়নি এবং রঙ ছড়িয়েও যায়নি। ♦ বেকিংসোডা আপনার কাপড়ের উজ্জলতা বাড়াতে সাহায্য করবে। এক বালতি পানিতে আধা কাপ পরিমান বেকিংসোডা দিয়ে দিন। এতে কাপড়ের রঙ ঠিক থাকবে। ♦ গরম পানিতে ধুতে হবে : সাদা কাপড় ধোয়ার সময় সহনীয় মাত্রার গরম পানিতে ধোয়া উচিত। গরম পানি কাপড় থেকে ময়লাকে আলগা করে ফেলে এবং সহজেই কাপড় পরিষ্কার হয়ে যায়। তাই গরম পানি ব্যবহার করে সাদা কাপড় ধুয়ে নিলে কাপড় হয় উজ্জ্বল ও পরিষ্কার। ♦ লেবুর রস ব্যবহার : সাদা কাপড়ের উজ্জ্বলতা বাড়াতে লেবুর রসের জুড়ি নেই। সাদা কাপড়কে আরো সাদা ও উজ্জ্বল করে তুলতে কাপড় ভেজানোর সময় ডিটারজেন্টের সাথে ১/২ কাপ লেবুর রস দিয়ে দিন। এরপর সেই পানিতে কাপড়টাকে ভিজিয়ে রাখুন। তাহলে কাপড় হয়ে উঠবে দ্যুতিময় উজ্জ্বল। এছাড়াও কাপড় ধোয়ার সময় কিছু সহজ নিয়ম মেনে চললে পোশাকের উজ্জ্বলতা ঠিক থাকার পাশাপাশি পোশাকটি টিকবেও অনেক দিন। ⇒ বিভিন্ন রঙ এর কাপড় কখনোই একসাথে ভেজাবেন না। ⇒ সাদা কাপড়ের সাথে রঙিন কাপড় ভেজাবেন না। ⇒ নতুন এবং রঙ উঠতে পারে এমন কাপড় ঠাণ্ডা পানি দিয়ে ধোবেন। ⇒ সব সময় কাপড় উল্টো করে (ভেতরের দিক বাহির করে) ধোয়া ভাল। ⇒ কড়া রোদে কাপড় বেশিক্ষণ শুকালে কাপড়ের রঙ নষ্ট হয়ে যায়। ⇒ ধোয়ার পর কাপড় খুব বেশি মোচড়ানো উচিত না। ⇒ ব্রান্ডের পোশাকের লেবেলে পোশাকটি কীভাবে ধুতে হবে তা উল্লেখ করা থাকে। তাই পোশাকটি ধোয়ার আগে একটু সময় নিয়ে লেবেলের নির্দেশনাটি পড়ে নিন। ⇒ ধোয়ার পর কাপড় উল্টো করে নেড়ে দিন। তাহলে কাপড়ের বাইরের পাশের রঙ দীর্ঘদিন ভালো থাকবে। (কপিরাইট)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ