Waruf

Call

বিষয়টি সিকুউরিটির সাথে জড়িত তাই উত্তর দিতে চাইনা। এছাড়াও এটি একটি বড় ব্যাপার, লিখে বলাটাও সমস্যা। তবে বর্তমানে ওফেন DIY হিসাবে ড্রোন বানানোর বিষয়ে জানতে পারেন ইউটিউবে। আর যন্ত্রপাতীও কিনতে পাওয়া যায়।

চারটি খেলনা ড্রোন মটর ৬০০ টাকা করে, কন্ট্রোলার ১২০০ টাকা। ব্যাটারী ছোট প্রোটোটাইপ ৮০০ টাকা। আর আনুষঙ্গিক খুচরা ভাবে হয়ত হাজার দেড়েক লাগবে। ব্যাস শুরু করে দিন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রয়োজনীয় যন্ত্রপাতী ১)ড্রোন পাখা ২)মটর ৩) কন্ট্রোল বক্স ৫) কাঠামো ৬) আনুষঙ্গিক উপকরণ এগুলো আপনি নিকটবর্তী ভালো বড় ইলেকট্রনিক শোরুমে পাবেন। বর্তমান ইউটিউব এ বিষয়ে অনেক ভিড় পাবেন যে গুলো দেখে আইডিয়া নিতে পারেন।আর সব চেয়ে ভালো হয় যদি আপনার পরিচিত কোন ইলেকট্রনিক বিষয়ে পারদর্শী এমন কেউ রয়েছে যে ইলেকট্রনিক্স বিভাগের ছাত্র তার থেকেও ভালো পরামর্শ পাবেন। ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ