আমি খুব দরিদ্র পরিবারের খুব সাধারণ ছেলে।আমি বাংলা বিষয় নিয়ে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি।আমি পড়াশোনাতেও খুব ভালো নই। আমার বাচনভঙ্গি ও খুবই সাধারণ। আমার নিজের পড়াশোনা চালাণো তো দুরের কথা নিজের খাবার জোগাড় করার ক্ষমতাও নেই।আমার খুব বড়ো বড়ো স্বপ্ন আছে কিন্তু বাস্তবিক করার সামর্থ্য নেই।তো আমি এখন কি করবো।টাকা রোজগার করে স্বপ্ন পুরন করার পথ দেখান। আমি সকলের কাছেই সহযোগিতা চেয়েছি কিন্তু সঠিক দিশা পায়নি।আমাকে সহযোগিতা করুন দয়া করে।
শেয়ার করুন বন্ধুর সাথে