শেয়ার করুন বন্ধুর সাথে
Call

পেনিসের যত্ন নেয়ার ৬ টি উপায়। ১। সকালে ঘুম থেকে উঠেই গোসল করে নিন। পেনিস এবং তাঁর চার পাশের জায়গায় বেশী করে পানি ঢালুন। ২। পেনিসের আশ পাশের চুল শেভ না করাই ভালো। কাচি দিয়ে ছোট করে কাটুন বা ইলেকট্রিক রেজার দিয়ে কাটুন। কারণ পুরো শেভ চুল ওঠার সময় জ্বালা পোড়া হতে পারে। ৩। নিয়মিত পাউডার ব্যবহার করুন। ৪। বাইরে থেকে এসে ঠাণ্ডা পানিতে তোয়ালে ভিজিয়ে পেনিস থেকে পা পর্যন্ত মুছে নিন। ৫। ছুটির দিনে শসা বাটা পেনিসে পাঁচ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন। ৬। ঘামের অসহ্য গন্ধ দূর করার জন্য ওয়েট টিস্যু দিয়ে মাঝে মাঝে পেনিস ও আশপাশের জায়গা মুছে নিতে পারেন। পেনিস এ ঘামাচি বা গোটা হওয়া গরমে খুবই স্বাভাবিক ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ