আমি লেপটপ কখনো ব্যবহার করিনি।নতুন একটা pc কিনেছি কিন্তু এতে সফটওয়ার ইনস্টল করতে পারছিনা।একটু সহজ ভাবে বুঝিয়ে বললে উপকৃত হবো।
Share with your friends

 যেইটা ইন্সটল করবেন সেইটাতে ক্লিক করুন তারপর শুধু নেক্সট ক্লিক করুন ব্যাস কাজ শেষ।যদি আই এগ্রি চায় তাহলে অইটা তে ক্লিক করে নেক্সট এ চাপুন হয়ে যাবে।তবে এইভাবে করলে C Drive এ ইন্সটল হবে যদি সেইখানে জায়গা না থাকে তাহলে ইন্সটল দেওয়ার সময় Browser  অপশন থেকে আপনার পছন্দের  Drive সিলেক্ট করে সেখানে ইন্সটল দিন।

Talk Doctor Online in Bissoy App